শনিবার ১১ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

ছবি: মানসী মুখার্জি ও তুরিন মুখার্জি ফুড ভ্যানের চাবি তুলে দিচ্ছেন পার্থ করচৌধুরীকে

কলকাতা | ‌তুরিনের সহযোগিতায় ফুড ভ্যান নিয়ে রাস্তায় ‘‌হসপিটাল ম্যান’ পার্থ

Kaushik Roy | ৩০ অক্টোবর ২০২৩ ১২ : ২৪Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: পেশায় পুলকার চালক। বয়স ৫৫। সম্বল বলতে সেকেন্ডহ্যান্ড মারুতি ইকো গাড়ি ও একটি টোটো। রোজগার সামান্য হলেও মনের জোর নিয়ে মানুষের পাশে থাকেন পার্থ করচৌধুরি। তাঁর সেকেন্ডহ্যান্ড মারুতিটি নিয়ে দক্ষিণ কলকাতার তিনটি হাসপাতালে রোগীর পরিজনদের বিনা পয়সায় খাবার বিলি করছেন কালীঘাটের মহামায়া লেনের এই বাসিন্দা। রোগীর আত্মীয়রা তাঁকে ভালবেসে ডাকেন ‘‌হসপিটালম্যান’‌। দীর্ঘ ৭ বছর ধরে এই কাজ করে চলেছেন তিনি। পার্থর এই কাজ দেখে এস পি মুখার্জি রোডের বাসিন্দা তুরিন মুখার্জি তাঁকে একটি আধুনিক ‘‌ফুড ভ্যান’ দিয়ে পাশে দাঁড়ান। উদ্দেশ্য, আরও বেশি মানুষ যেন বিন্যামূল্যে খাবার পান। এমনকী হোটেল, রোস্তোরাঁয় খাবার জোগাড় করতে না পারলে ফুড ভ্যানে খাবার তৈরি করে দেবেন ‌হসপিটালম্যান পার্থ।

প্রতিদিন সকাল ও রাতে ফুড ভ্যানে খাবার নিয়ে হাসপাতালের সামনে পৌঁছে যাই। এখন দক্ষিণ কলকাতায় ঘুরবে এই ফুড ভ্যান। চিত্তরঞ্জন সেবা সদন, শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে যাই। মাঝে মাঝে এসএসকেএম–ও খাবার দেওয়ার চেষ্টা করি। সময় সকাল সাড়ে ১০ থেকে ১২টা পর্যন্ত এবং রাত সাড়ে ৭ থেকে ৯টা পর্যন্ত। জানালেন পার্থ করচৌধুরি। তিনি জানালেন, ‘‌মানুষকে খাবার দিতে গিয়ে ফুরিয়ে যেত। অনেকে চাইলে দিতে পারতাম না। আমার বহু দিনের স্বপ্ন ছিল আমাদের একটা ‘‌ফুড ভ্যান’‌ থাকবে। খাবার শেষ হলে আবার তৈরি করে দিতে পারব। অবশেষে সম্ভব হল তুনির মুখার্জি পাশে দাঁড়াতে।’‌ কোভিডের সময় চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের সামনে তুরিন মুখার্জির বাড়ির নীচে দাঁড়িয়ে প্রত্যেক দিন রোগীর পরিবারদের খাবার দিতেন পার্থবাবু।

ওনারা নিয়মিত এই কাজ দেখে তুরিনবাবু এগিয়ে আসেন। তুরিন মুখার্জি জানান, ‘‌আমার বাবা দীর্ঘদিন নানা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর পার্থদাকে নিয়মিত চোখের সামনে দেখলাম নিজের উদ্যোগে কীভাবে মানুষের সেবা করছেন। আমি অনুপ্রাণইত হয়ে ঠিক করলাম, পার্থদার সঙ্গে সেবার কাজ করব।’‌ খাবার জোগাড় করতে না পারলে ফুড ভ্যানে খাবার তৈরি করে দিতে পারব। এখন আর কারও ওপর নির্ভর করতে হবে না। এবার আমরা ভ্যানে চাল, ডাল, কাঁচা সবজি, ডিম জোগাড় করে রাখব। নিজেরাই রান্না করে বিন্যামূল্যে দিতে পারব। সকলে সহযোগিতা করলে আগামী দিনে কলকাতার অন্যান্য জায়গায় এই ফুড ভ্যান নিয়ে যাব। জানালেন পার্থ করচৌধুরি।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

শান্তনু-আরাবুলকে সাসপেন্ড করল তৃণমূল, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ...

এসএনইউ-এর উদ্যোগ, মানব-স্বাস্থ্যের বর্তমান চ্য়ালেঞ্জ মোকাবিলা নিয়ে আন্তর্জাতিক আলোচনাসভা...

সাহেব শুনতে ও বলতে পারছে, কঠিন অস্ত্রোপচারে সাফল্য এনআরএস হাসপাতালের...

কলকাতায় ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য, মৃত এক

কনকনে ঠান্ডার মাঝেও তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত, হতে পারে বৃষ্টি...

চিকিৎসকদের বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, শুনবেন তাঁদের মনের কথা...

শীত-সন্ধ্যায় কলকাতায় ফের ভয়াবহ আগুন, জোকার খালপোলে ভস্মীভূত একের পর এক ঝুপড়ি...

পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে বড় উদ্যোগ নিল কলকাতা পুরসভা...

শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা, নিরাপত্তায় মুড়ছে মেলা প্রাঙ্গন, কী কী পদক্ষেপ নিচ্ছে রেল...

মার্চে লন্ডন যেতে পারেন মমতা

অধ্যাপনার পাশাপাশি লিখেছিলেন বই, পালন করেছেন বিধায়কের দায়িত্বও, প্রয়াত জীবন মুখোপাধ্যায়...

বিধাননগর মেলার শেষ দিন, গান গেয়ে মঞ্চ মাতালেন মন্ত্রী বাবুল সুপ্রিয়...

সাতসকালে ভূমিকম্প কলকাতায়, জোরাল কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ...

বেঙ্গালুরুর পর এইচএমপিভির থাবা কলকাতায়, আক্রান্ত ছ’ মাসের শিশু...

ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের...

ডেটিং অ্যাপে মহিলা সেজে প্রতারণা! ব্ল্যাকমেল করে টাকা হাতানোর অভিযোগ, রাজারহাট পুলিশের হাতে গ্রেপ্তার যুবক...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



10 23