সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

ছবি: মানসী মুখার্জি ও তুরিন মুখার্জি ফুড ভ্যানের চাবি তুলে দিচ্ছেন পার্থ করচৌধুরীকে
Kaushik Roy | ৩০ অক্টোবর ২০২৩ ১২ : ২৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: পেশায় পুলকার চালক। বয়স ৫৫। সম্বল বলতে সেকেন্ডহ্যান্ড মারুতি ইকো গাড়ি ও একটি টোটো। রোজগার সামান্য হলেও মনের জোর নিয়ে মানুষের পাশে থাকেন পার্থ করচৌধুরি। তাঁর সেকেন্ডহ্যান্ড মারুতিটি নিয়ে দক্ষিণ কলকাতার তিনটি হাসপাতালে রোগীর পরিজনদের বিনা পয়সায় খাবার বিলি করছেন কালীঘাটের মহামায়া লেনের এই বাসিন্দা। রোগীর আত্মীয়রা তাঁকে ভালবেসে ডাকেন ‘হসপিটালম্যান’। দীর্ঘ ৭ বছর ধরে এই কাজ করে চলেছেন তিনি। পার্থর এই কাজ দেখে এস পি মুখার্জি রোডের বাসিন্দা তুরিন মুখার্জি তাঁকে একটি আধুনিক ‘ফুড ভ্যান’ দিয়ে পাশে দাঁড়ান। উদ্দেশ্য, আরও বেশি মানুষ যেন বিন্যামূল্যে খাবার পান। এমনকী হোটেল, রোস্তোরাঁয় খাবার জোগাড় করতে না পারলে ফুড ভ্যানে খাবার তৈরি করে দেবেন হসপিটালম্যান পার্থ।
প্রতিদিন সকাল ও রাতে ফুড ভ্যানে খাবার নিয়ে হাসপাতালের সামনে পৌঁছে যাই। এখন দক্ষিণ কলকাতায় ঘুরবে এই ফুড ভ্যান। চিত্তরঞ্জন সেবা সদন, শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে যাই। মাঝে মাঝে এসএসকেএম–ও খাবার দেওয়ার চেষ্টা করি। সময় সকাল সাড়ে ১০ থেকে ১২টা পর্যন্ত এবং রাত সাড়ে ৭ থেকে ৯টা পর্যন্ত। জানালেন পার্থ করচৌধুরি। তিনি জানালেন, ‘মানুষকে খাবার দিতে গিয়ে ফুরিয়ে যেত। অনেকে চাইলে দিতে পারতাম না। আমার বহু দিনের স্বপ্ন ছিল আমাদের একটা ‘ফুড ভ্যান’ থাকবে। খাবার শেষ হলে আবার তৈরি করে দিতে পারব। অবশেষে সম্ভব হল তুনির মুখার্জি পাশে দাঁড়াতে।’ কোভিডের সময় চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের সামনে তুরিন মুখার্জির বাড়ির নীচে দাঁড়িয়ে প্রত্যেক দিন রোগীর পরিবারদের খাবার দিতেন পার্থবাবু।
ওনারা নিয়মিত এই কাজ দেখে তুরিনবাবু এগিয়ে আসেন। তুরিন মুখার্জি জানান, ‘আমার বাবা দীর্ঘদিন নানা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর পার্থদাকে নিয়মিত চোখের সামনে দেখলাম নিজের উদ্যোগে কীভাবে মানুষের সেবা করছেন। আমি অনুপ্রাণইত হয়ে ঠিক করলাম, পার্থদার সঙ্গে সেবার কাজ করব।’ খাবার জোগাড় করতে না পারলে ফুড ভ্যানে খাবার তৈরি করে দিতে পারব। এখন আর কারও ওপর নির্ভর করতে হবে না। এবার আমরা ভ্যানে চাল, ডাল, কাঁচা সবজি, ডিম জোগাড় করে রাখব। নিজেরাই রান্না করে বিন্যামূল্যে দিতে পারব। সকলে সহযোগিতা করলে আগামী দিনে কলকাতার অন্যান্য জায়গায় এই ফুড ভ্যান নিয়ে যাব। জানালেন পার্থ করচৌধুরি।
নানান খবর
নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা